বাংলাদেশের সঙ্গে বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য চায় ভিয়েতনাম

ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারে উন্নীত করার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ত্রান ভ্যান খোয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 10:35 AM
Updated : 20 Oct 2019, 10:35 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার তার কার্যালয়ে দেখা করতে গিয়ে তার দেশের এই আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।   

রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান তৈরি করে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ইহসানুল করিম বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে ব্যবসার পরিমাণ ৮০০ থেকে ৯০০  মিলিয়ন ডলারের মধ্যে। এটাকে তারা এক বিলিয়নে উন্নীত করতে চান বলে সাক্ষাতে জানান ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত। 

দুই দেশের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ভিয়েতনাম বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। 

বাণিজ্য, পর্যটন ও মানুষে-মানুষে যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করার কথা তুলে ধরে দুই দেশ পরস্পরের থেকে শিক্ষা নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।      

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে ভিয়েতনাম বিশেষ জায়গা জুড়ে রয়েছে। দুই দেশ নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সমর্থন করেছে।”

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর তরুণদের একটি প্রতিনিধিদল ভিয়েতনাম সফর করেছিল। সেখানে শেখ কামালের উপস্থিতির কথাও স্মরণ করেন শেখ হাসিনা। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল জনসংখ্যাকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো যেতে পারে বলেও মত দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা ২০১২ সালে নিজের ভিয়েতনাম সফরের কথা স্মরণ করেন এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানান।