বুয়েটের পরীক্ষা আবরার হত্যার তদন্ত শেষে: কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2019 12:48 PM BdST Updated: 20 Oct 2019 12:48 PM BdST
আবরার ফাহাদ হত্যা ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শেষ হওয়ার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
Related Stories
শনিবার থেকে বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা স্থগিত রয়েছে বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মাহবুবুর রহমান জানিয়েছেন।
পরীক্ষা পেছানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ”ছাত্র-ছাত্রীদের দাবি আছে, কর্মসূচি আছে। এখন আমাদের সবকিছু বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করছে। তদন্ত প্রতিবেদন পেলে সব কিছু ঠিক হবে। তখন পরীক্ষার তারিখও ঠিক করা হবে।”
আবরার হত্যার পর উদ্ভূত এই পরিস্থিতিতে পরীক্ষা না নেওয়ার বিষয়ে একাডেমিক কাউন্সিল আগেই সিদ্ধান্ত নিয়েছিল বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান।
বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে গত ৬ অগাস্ট রাতে তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হওয়ার পর আন্দোলনে নেমে ১০ দফা দাবি তোলেন বুয়েট শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে বুয়েট শিক্ষক সমিতি ও সাবেক শিক্ষার্থীরাও সমর্থন প্রকাশ করেন। তাদের দাবির মুখে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আবরার হত্যার আসামিদের সাময়িক বহিষ্কার, হলগুলোতে নির্যাতন বন্ধে নানা পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অধিকাংশ দাবি পূরণের আশ্বাসের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পাঁচটি দাবি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের বিজ্ঞপ্তি দিলে ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন শিথিল করা হয়।
আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের ইতোমধ্যে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নোটিস এসেছে জড়িতদের তদন্তের ভিত্তিতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আইনপ্রয়োগকারী সংস্থার তদন্তের ভিত্তিতে নতুন করে কারও নাম এলে তাদেরকেও আজীবন বহিষ্কার করা হবে।
বুয়েটে ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকালীন ছুটি শেষে ১৯ অক্টোবর থেকে টার্ম ফাইনাল পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু ১৬ অক্টোবর গণশপথে মাঠের আন্দোলন স্থগিত করলেও খুনীদের স্থায়ী বহিষ্কারের আগে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
-
ঢাকায় ৩ কেজি আফিমসহ গ্রেপ্তার ২
-
মুকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
-
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
-
গুলিস্তানে বাস ও ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু
-
শিক্ষক নিপীড়ন: গান, কবিতা, নাটকে প্রতিবাদ শাহবাগে
-
পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
-
দুই বছর পর পুরনো রঙে রথযাত্রা
-
অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- মুকুল বোস মারা গেছেন
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম