মা ইলিশ ধরার অপরাধে সারাদেশে আটক ১৯৮

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় চলমান নিষেধাজ্ঞার সময় ইলিশ মাছ ধরার অপরাধে ১৯৮ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 02:39 PM
Updated : 17 Oct 2019, 02:39 PM

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানান নৌ-পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটককৃতদের  কাছ থেকে ২২ লাখ ৬৮ হাজার ৭০০ মিটার জাল, ৪৫টি নৌকা, ৭টি ট্রলার ও  এক হাজার ৩৮৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে ।”

উদ্ধার করা মাছ এতিমখানায় বিরতণ করা হয়েছে বলেও জানান তিনি। 

ফরিদা পারভীন বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা  করা হয়েছে।

সারাদেশে নৌ-পুলিশের ১১৬টি থানা ও কেন্দ্র রয়েছে। নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত নৌ-পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফরিদা।

ডিম পাড়ার মৌসুম হওয়ায় ‘মা’ মাছ সংরক্ষণের জন্য ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ইলিশ ধরা বন্ধ করেছে সরকার।

এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।