রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবন্ধু অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 02:14 PM
Updated : 16 Oct 2019, 02:14 PM

বুধবার বিকেলে তিনি বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় উপাচার্য জানান আগামী জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। শুরুতে দুই বিষয়ে স্নাতকোত্তর ও তিন বিষয়ে স্নাতক কোর্স চালু হবে।”

এ সময় রাষ্ট্রপতি বলেন, বর্তমান যুগের প্রেক্ষাপটে দক্ষ জনশক্তির বিকল্প নেই। এই বিশ্ববিদ্যালয় যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।