‘শুটার লিটন’ অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন নামের এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 08:22 AM
Updated : 16 Oct 2019, 04:39 PM

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, ৩২ বছর বয়সী লিটনের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

“অপরাধ জগতে সে ‘শুটার লিটন’ হিসেবে পরিচিত। এতদিন কারাগারে থাকলেও সম্প্রতি সে জামিনে ছাড়া পায়।”

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত আড়াইটার দিকে তার সহযোগী লারাকেও (২৮) র‌্যাব ওই এলাকা থেকে গ্রেপ্তার করে বলে র‌্যাব কর্মকর্তা শাহরিয়ার জানান।

তিনি বলেন, দুজনের কাছে দুটি বিদেশি পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার লিটনকে ঢাকার মুখ্য  মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

যাত্রাবাড়ী থানায় করা অস্ত্র মামলার তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ সরকার।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এক দিনের রিমান্ডের আদেশ দেন।