উপকূলের রাডারে অন্যের মাথাব্যথার কারণ নেই: মোমেন

উপকূলে বাংলাদেশ-ভারত সীমান্তে পর্যবেক্ষণ চালাতে যে রাডার স্থাপন হচ্ছে, তা অন্য কোনো দেশের মাথাব্যথার কারণ হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 04:54 PM
Updated : 15 Oct 2019, 04:54 PM

ভারতের সঙ্গে স্বাক্ষরিত এই সংক্রান্ত সমঝোতা স্মারক নিয়ে চীনের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরে ভারতের সঙ্গে উপকূলে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার (কোয়েস্টাল সারভাইল্যান্স সিস্টেম-সিএসএস) বিষয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ-ভারত।

একে বঙ্গোপসাগরে চীনের গতিবিধির উপর ভারতের নজরদারি চালানোর প্রয়াস হিসেবে দেখছেন কেউ কেউ।  

সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরও বলেন, “এটা চীনের সঙ্গে (বাংলাদেশের) সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।”

এই সমঝোতা স্মারকের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পর্যবেক্ষণ পদ্ধতির আওতায় নৌডাকাতি কিংবা চোরা শিকার ঠেকানো যাচ্ছিল না।