দুই পরিবারের বিরোধ, উত্তরখানে স্কুলছাত্রকে ছুরি মেরে হত্যা

রাজধানী উত্তরখানে দুই পরিবারের বিরোধের জেরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 10:59 AM
Updated : 15 Oct 2019, 11:20 AM

নিহত মো. রিয়াদ (১৫) স্থানীয় আনোয়ারা মডেল স্কুলের ছাত্র ছিল।

রিয়াদের খালাত ভাই রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে বাসার সামনে রিয়াদ ও তার বড় ভাই রিজনকে (১৮) ছুরি মারা হয়।

পরিবারের সদস্যদের নিয়ে তাদের চাচা জজ মিয়া ও তার ছেলে আসাদুজ্জামান স্বপন এ ঘটনা ঘটান বলে জানান রিপন।

“রিয়াদকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মারা যায় রিয়াদ।”

আহত রিজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই পরিবারের মধ্যে মারামারিতে তারা আহত হন।

“এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

মধ্যপাড়ার তালতলা মিয়াবাড়ী মো. রাজু মিয়ার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রিয়াদ ছোট।