মেধাবী হলেও ওরা ‘পচে গেছে’
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2019 09:37 PM BdST Updated: 10 Oct 2019 09:44 PM BdST
-
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরদিনই ইফতি মোশাররফ সকালসহ বুয়েট ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ (ফাইল ছবি)
-
বুয়েটের যে শিক্ষার্থীরা সহপাঠী আবরার ফাহাদকে হত্যা করেছে তারা মেধাবী হলে ‘পচে গেছে’ বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য্য।
তিনি বলছেন, “সরকার দলীয় ছাত্র সংগঠন দৈত্য-দানবের রূপ নিয়েছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে পিটিয়ে নির্মমভাবে তারা হত্যা করেছে।”
বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত রোববার রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা বাংলাদেশে প্রকৌশল শিক্ষার সবচেয়ে বনেদি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের ছাত্র।
তাদের সেই গুণের কথা উল্লেখ করেই ঐক্যন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেন, “আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারাও মেধাবী শিক্ষার্থী হলেও তারা পচে গেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এ ঘটনায় বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সমালোচনা করেন এই বামপন্থি নেতা।
তিনি বলেন, “আবরার ফাহাদকে হত্যার পর ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিসি মহোদয় নীরব থাকলেন। তিনি এখানে সরকারি মন্দ কর্মচারীর পরিচয় দিলেন। তিনি শিক্ষক বা কোনো অভিভাবকের পরিচয় দিতে পারলেন না।”

সমাবেশে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্ট্রি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, সমাজে মূল্যবোধের ‘অবক্ষয়’ রোধ করা না গেলে আবরার হত্যাকাণ্ডের মতো এমন আরও নিষ্ঠুর ঘটনা চলতে থাকবে।
“স্বাধীনতার পর থেকেই দেশে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এটা এখনও চলমান। আমরা দেখেছি প্রধানমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে তাহলে বড় বড় সমস্যারও সমাধান সম্ভব। এখন আমরা দেখছি ছাত্র রাজনীতিতে এক বিরাট অবক্ষয় তৈরি হয়েছে। যে কারণে একজন মেধাবী ছাত্রকে অন্য ছাত্ররা পিটিয়ে হত্যা করেছে।"
সবাই মিলে মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একেবারে প্রাথমিক শিক্ষা পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাইকে মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।”
সমাজে নৈতিকতার বোধ ফিরিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত সমাজ গড়তে সম্মিলিত চেষ্টা চালানোর আহ্বান জানান মুক্তিযুদ্ধের সংগঠক তারেক আলী।
সম্মিলিত সামাজিক আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানারে সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজিজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।
-
ঢাকায় ৩ কেজি আফিমসহ গ্রেপ্তার ২
-
মুকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
-
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
-
গুলিস্তানে বাস ও ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু
-
শিক্ষক নিপীড়ন: গান, কবিতা, নাটকে প্রতিবাদ শাহবাগে
-
পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
-
দুই বছর পর পুরনো রঙে রথযাত্রা
-
অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- মুকুল বোস মারা গেছেন
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম