শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নিষিদ্ধ চায় টিআইবি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2019 04:32 PM BdST Updated: 10 Oct 2019 04:32 PM BdST
-
বুয়েটের এই বিক্ষোভ থেকে দাবি উঠেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের
বুয়েটে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুয়েটছাত্র আররার হত্যাকাণ্ড নিয়ে বিক্ষুব্ধ বুয়েট শিক্ষার্থীদের মধ্য থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের শোর ওঠার মধ্যে বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও একই দাবি জানান।
তিনি বলেন, “আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের লালিত মরণব্যাধির লক্ষণ মাত্র। এর প্রতিকার সরকারেরই হাতে, রাজনৈতিক নেতৃত্বের হাতে।”
বাংলাদেশে ছাত্র আন্দোলনের গৌরবের ইতিহাস স্মরণ করেই ইফতেখারুজ্জামান বলেন, “দেশের ক্রান্তি লগ্নে শিক্ষার্থীরাই বারবার সোচ্চার হয়েছেন, কার্যত জাতিকে পথ দেখিয়েছেন, সফল নেতৃত্ব দিয়েছেন।
“আজ তাদেরই উত্তরসূরিদের ব্যবহার করা হচ্ছে হীন রাজনৈতিক স্বার্থে। রাজনীতির দুর্বৃত্তায়নের প্রক্রিয়ায় তারা অন্যতম সহযোগীতে পরিণত হয়েছে।”
দলীয় রাজনীতিকে যুক্ত হয়ে শিক্ষকরাও ছাত্রদের সুপথ দেখাতে ব্যর্থ হচ্ছেন বলে মনে করেন ইফতেখারুজ্জামান।
“আমাদের প্রত্যাশা এবং দাবি, এখনই শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করুন; দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতাপুষ্ট ছাত্র সংগঠনের সব কার্যক্রম বন্ধ করুন; সাধারণ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে ছাত্র সংগঠন বিকশিত হবার পরিবেশ সৃষ্টি করুন; শিক্ষাঙ্গনের শিক্ষক-কমকর্তা-কর্মচারীদের সংগঠনের দলীয় রাজনীতি বন্ধে কঠোর উদ্যোগ নিন এবং সকল ধরনের দলীয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও যোগসাজশ বন্ধ করুন।”
বুয়েটের ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি আরও মহল থেকেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে, তবে বুয়েট কর্তৃপক্ষ চাইলে তাদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করতে পারে।
ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরোধিতা করে সিপিবি সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলদারিত্ব বন্ধ করে বরং ছাত্র রাজনীতি উন্মুক্ত করতে হবে।
ডাকসুর ভিপি নুরুল হক নুরও বলেছেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং বন্ধ করতে হবে গুণ্ডামি।
-
মুশতাকের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে বামদের বিক্ষোভ
-
গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ: সমবায় ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে
-
‘বঙ্গবন্ধু: সমাজ ও রাষ্ট্রভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
-
সম্পদের মিথ্যা তথ্য: এসআইর ছয় বছরের কারাদণ্ড
-
ওয়ারীতে নিজেদের ঘরে শিশুর গলাকাটা লাশ
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে তদন্তের নথি দেখবে হাই কোর্ট
-
কোভিড-১৯: সিএমএইচকে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ
-
আসল দলিলের লেখা মুছে তৈরি হয় জাল দলিল
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত