দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 06:53 PM
Updated : 9 Oct 2019, 06:53 PM

চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী পরিষদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এই নির্দেশ আসে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের বলেন, সাক্ষাৎকালে প্রতিনিধি দল সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল এবং তাদের জন্য বিশেষ বিসিএস পরীক্ষার ব্যবস্থা করাসহ ছয় দফা দাবি পেশ করেন।

এছাড়া তারা দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের ৬৪ জেলায় রিসোর্স টিচার হিসেবে নিয়োগ দেওয়ারও দাবি জানান।

প্রতিনিধি দল ২০১২ সালে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগ দান, তাদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা এবং তাদের নিয়োগকর্তাদের কর অবকাশ দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন ও জনপ্রশাসন সচিব ফায়েজ আহমেদ উপস্থিত ছিলেন।