বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 07 Oct 2019, 09:23 AM
নিহত আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে।
রোববার গভীর রাতে ওই হলের সিঁড়িতে আবরারের লাশ পাওয়া যায় বলে চকবাজার থানার ওসি সোহরাব হোসেন জানান।
ওই হলের শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ বলছে, দ্বিতীয় বর্ষের ছাত্র রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবরারকে হল থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ২টার দিকে হলের দ্বিতীয়তলার সিঁড়িতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
ওসি সোহরাব হোসেন বলেন, “আবরারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।”