লক্ষ্মীপুরে মেঘনা পাড় ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনার পাড় ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 02:46 PM
Updated : 5 Oct 2019, 06:55 PM

উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে বালুরচর এলাকায় শনিবার সকালে নদীর তীরে ‘বালুরচর রক্ষা মঞ্চ’ এ কর্মসূচির আয়োজন করে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “ভাঙনের মুখে এরই মধ্যে ইউনিয়নের চর সীতা গ্রাম ও বাংলা বাজার বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আসলপাড়া, শিকদারপাড়া, উকিলপাড়া ও সুজন গ্রামসহ কয়েকটি গ্রাম।

“এছাড়া স্থানীয় জনতা বাজারের কাছেই নদী চলে এসেছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, বালুরচর উচ্চবিদ্যালয় ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা যেকোনো সময় নদীতে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকবর হোসেন তার ওয়ার্ডের কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক সুমন হাওয়লাদার, লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী মাহাবুবুর রহমান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানবন্ধনে বক্তব্য দেন।

বক্তারা ভাঙন রোধে সরকারিভাবে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।