সুরকার রবকে ধাক্কা দেওয়ার সময় বাসটি চালাচ্ছিলেন সহকারী

ঢাকার সড়কে সুরকার পারভেজ রবকে চাপা দেওয়া বাসের চালক ও তার সহকারীকে ১৫ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 09:59 AM
Updated : 21 Sept 2019, 06:22 PM

শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকা হতে চালক মো. সুমন এবং শরীয়তপুরের নড়িয়া থেকে কনডাকটর মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে তাদের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তুরাগ থানাধীন ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সামনে রাস্তার পাশে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের চাপায় নিহত হন সুরকার পারভেজ রব।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা করলেও বাসচালক পালিয়ে যান।

গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগর উত্তরের একটি টিম দল বিশেষ অভিযান চালিয়ে সুমন ও আক্তারকে গ্রেপ্তার করে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, ৫ সেপ্টেম্বর সকালে ভিক্টর পরিবহনের বাসটি চালাচ্ছিল কনডাকটর আক্তার, চালক সুমন তখন পাশে বসা ছিল।”

এদিকে পারভেজ রবের মৃত্যুর দু’দিন পর ভিক্টর পরিবহনের আরেকটি আস পারভেজ রবের ছেলে ইয়াছির আলভী রব ও আলভীর বন্ধু মেহেদী হাসান ছোটনকে চাপা দেয়।

এতে আলভী আহত এবং মেহেদী নিহত হন। তা নিয়ে উত্তরা পশ্চিম থানায়ও আরেকটি মামলা হয়।

পুরনো খবর