‘মহাসমাবেশ’ করবেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

একাদশ গ্রেডে বেতনের দাবিতে আগামী ২৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2019, 06:02 PM
Updated : 20 Sept 2019, 06:04 PM

শুক্রবার বিকালে পুরানা পল্টনের মুক্তিভবনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।

মহাজোটের সদস্য আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক সহকারী শিক্ষকদের চারটি সংগঠনের ৮০ জন প্রতিনিধি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে উপজেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতি শুক্রবার কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, মহাসমাবেশের আগে ৪ অক্টোবর উপজেলা, ১১ অক্টোবর জেলা এবং ১৮ অক্টোবর বিভাগীয় পর্যায়ে শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠি হবে।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের দুই অংশের পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের মহাজোটে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি রয়েছে।

২০১৫ সালে বাস্তবায়ন হওয়া অষ্টম পে স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন হয় একাদশ গ্রেডে, যেখানে মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। আর সহকারী শিক্ষকদের বেতন হয় দ্বাদশ গ্রেডে, যেখানে মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা। এরপর থেকে একাদশ গ্রেডে বেতনের দাবি জানিয়েছেন আসছে সহকারী শিক্ষকরা।