জগন্নাথের মানবিকে প্রতি আসনে ভর্তিচ্ছু ২৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2019, 08:19 AM
Updated : 19 Sept 2019, 08:19 AM

সকাল ১০টায় ও বিকাল ৩টায় দুই ধাপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে দেড় ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সকালে জোড় সংখ্যার রোল নম্বরধারী ও বিকালে বেজোড় সংখ্যার রোল নম্বরধারীরা পরীক্ষা দেবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

মানবিক শাখায় (ইউনিট-২) ৮৫০টি আসনের বিপরীতে এবার ২২ হাজার ৯৫০ জন ভর্তিচ্ছু পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন।অর্থাৎ, প্রতি আসনের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে কেন্দ্রে না ঢুকলে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি ও ক্যালকুলেটরসহ সব ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।