আত্মসমর্পণের পর শাহাবুদ্দিন নাগরী কারাগারে

সাবেক কাস্টমস কমিশনার কবি শাহাবুদ্দিন নাগরী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 03:33 PM
Updated : 15 Sept 2019, 03:33 PM

শাহাবুদ্দিন নাগরীর জামিন শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ রোববার এ আদেশ দেয়।

শাহাবুদ্দিন নাগরীর পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু। দুদকের পক্ষে এর বিরোধিতা করেন মীর আহম্মেদ আলী সালাম।

হিরু শুনানিতে বলেন, শাহাবুদ্দিন নাগরী ‘সৎ ও নিবির্বাদী’ মানুষ। তিনি সম্পদের হিসাব বিবরণীতে ‘যথাযথ তথ্য’ উল্লেখ করেছেন।

“তিনি শুধুমাত্র কবিই নন, সংগীতজ্ঞও বটে। তাকে জামিন না দিলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে।”

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৫১ টাকার সম্পদের মালিক হয়ে ‘মিথ্যা তথ্য সম্বলিত’ সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে গত ২১ জুলাই শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

ঢাকার ব্যবসায়ী নুরুল ইসলামকে হত্যা এবং গাড়ির নিলামে ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে সাবেক কাস্টমস কমিশনার কবি শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে।