জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়বেন প্রতিবন্ধীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীরা কোনো ফি ছাড়াই শিক্ষা কার্যক্রম শেষ করতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 11:46 AM
Updated : 14 Sept 2019, 11:46 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বুধবার বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষা ফিসহ সব ধরনের ফি মওকুফের প্রজ্ঞাপন জারি করে কর্তৃপক্ষ।

তবে রেজিস্ট্রার ওহিদুজ্জামান জানিয়েছেন, কেবল স্নাতকোত্তর নয়, স্নাতক পর্যায়ের প্রতিবন্ধীরা শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।

তিনি বলেন, “স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল প্রতিবন্ধী শিক্ষার্থী কোনো রকম ফি ছাড়াই এখানে পড়তে পারবে।

“নির্দিষ্ট কোনো সময় নয়, এ সুবিধা সবসময় থাকবে। তাদের ছাত্রত্ব যতদিন থাকবে, ততদিন তারা ফ্রি পড়বে। তাদের জন্য সব ফি ফ্রি।”

শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রতিবন্ধী শিক্ষার্থীরাও পাবেন এ সুযোগ।

“ভর্তি হয়ে এ বিষয়ে আবেদন করার পর তাদের সকল ফি মওকুফ করে দেওয়া হবে” বলেন রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান।