জগন্নাথে বাণিজ্যে প্রতি আসনে লড়বে ৩৩ ভর্তিচ্ছু

বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা নেওয়ার মধ্যে দিয়েই শুরু হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2019, 12:57 PM
Updated : 13 Sept 2019, 12:57 PM

শনিবার দুই বারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে বিবিএ অনার্সের (ইউনিট-৩) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জোড় সংখ্যার রোল নম্বরধারীরা সকাল ১০টা থেকে এবং বিজোড় নম্বরধারীরা বিকাল ৩টা থেকে দেড় ঘণ্টার পরীক্ষা দিতে বসবে।

এবার বাণিজ্য শাখার ৬১০টি আসনের জন্য পরীক্ষায় অংশ নিতে ২০ হাজার ৩০৭ জন ভর্তিচ্ছু মনোনীত হয়েছেন, যাদের এইচএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বাছাই করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে সব কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রিন্ট করা প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে আসতে হবে।

পরীক্ষার কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর ও ঘড়িসহ সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।