সচিবের মর্যাদা পেলেন এসবি প্রধান মীর শহিদুল

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মীর শহিদুল ইসলামকে সচিবের মর্যাদায় পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 01:51 PM
Updated : 11 Sept 2019, 02:35 PM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মীর শহিদুল ইসলাম সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডে বেতন পাবেন।

সে অনুযায়ী তার মাসিক মূল বেতন হবে ৭৮ হাজার টাকা। বর্তমানে র‌্যাব প্রধান ও ডিএমপি কমিশনারসহ মোট ছয় পুলিশ কর্মকর্তা বেতন কাঠামোতে সচিবের মর্যাদা ভোগ করছেন। 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সন্তান শহিদুল ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পান। বিসিএস অষ্টম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা প্রায় দুই বছর ধরে বিশেষ শাখার নেতৃত্ব দিচ্ছেন।

আলাদা প্রজ্ঞাপনে পাঁচ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

তাদের মধ্যে সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং হাইওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান অতিরিক্ত মহাপরিদর্শক হিসাবে চলতি দায়িত্বে ছিলেন।

আর বিশ্বাস আফজাল হোসেন ও মাহবুব হোসেন পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে ছিলেন।

পদন্নোতি পাওয়ায় তারা এখন থেকে অতিরিক্ত সচিবের মর্যাদা ভোগ করবেন এবং সরকারি বেতন কাঠামো অনুযায়ী ২ নম্বর গ্রেডে বেতন পাবেন। তাদের মূল বেতন হবে মাসে ৬৬ হাজার টাকা।