নীলক্ষেতে কারের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 12:01 PM
Updated : 25 August 2019, 12:25 PM

নিহত আফসার উদ্দিন (৫৫) পুরান ঢাকার মকিম বাজারের মৃত হাজী আফতাব উদ্দিনের ছেলে। বংশালে তার হেলমেটের দোকান আছে।

রোববার বেলা পৌনে ৩টার দিকে নীলক্ষেত মোড়ে পূর্ব কোনে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে মটরসাইকেটিকে ধাক্কা দিলে চালক ছিটকে পাশের একটি গাড়িতে গিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।

উদ্ধারকারী রাজিদুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, একটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পরে চালক পড়ে যান। তিনি প্রাইভেটকারের সঙ্গে আটকে যান, গড়িটি তাকে বেশ কিছু দূর ছেঁচড়ে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে আসেন।

পুলিশ প্রাইভেট কারটি আটকের পাশাপাশি চালককে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।

মৃতের ভাই রিয়াজ উদ্দিন সাংবাদিকদের জানান, দুই মেয়ের জনক আফসার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের ১০ম শ্রেণি পড়ুয়াকে মেয়েকে আনতে বের হয়েছিলেন।