পুলিশের হাত থেকে পালানো আসামি গ্রেপ্তার

জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি ও বিক্রির অভিযোগে গ্রেপ্তারের পর পালিয়ে যাওয়া একজনকে ফের ধরেছে গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 05:48 PM
Updated : 22 August 2019, 05:57 PM

বুধবার রাতে ঢাকার নয়া পল্টন থেকে রাসেল আহম্মেদ ওরফে শান্তকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. সোলায়মান মিয়া জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ অগাস্ট পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে এক কোটি দুই লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প, স্ট্যাম্প তৈরির যন্ত্রপাতিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে শান্ত কৌশলে পালিয়ে যান। মো. নাঈম ইসলাম (১৯) নামে অপরজন পালাতে পারেনি। তার তথ্যের ভিত্তিতে ১২ দিন পর শান্তকে ধরা হল।

এর কিছু দিন আগে মো. আমিনূল হক ওরফে মামুন (৪৪) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “এসব স্ট্যাম্প তারা নিজেরা বানিয়ে বিভিন্ন পোস্ট অফিস, আদালত, সাব রেজিস্ট্রি অফিস এলাকায় বিক্রি করে থাকে।

“এসব অফিসের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় তারা দীর্ঘদিন ধরে এসব কাজ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে। ওই অসাধু কর্মচারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।”