চীনে নতুন রাষ্ট্রদূত মাহবুব উজ জামান

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে যাচ্ছেন মাহবুব উজ জামান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2019, 12:49 PM
Updated : 21 August 2019, 12:49 PM

তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের (এশিয়া ও প্রশান্ত সাগরীয় অঞ্চল বিভাগ) দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশে চলমান উন্নয়ন কার্যক্রমের বড় অংশীদার চীনে রাষ্ট্রদূত হিসেবে ফজলুল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন মাহবুব।

১৯৮৫ এর বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা মাহবুবের সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি জেনিভা, নিউ ইয়র্ক, টোকিও ও নয়া দিল্লিতে বাংলাদেশ মিশনে কাজ করেন।

২০১৬ সাল থেকে তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধার মাহবুবের ফরাসি ভাষার উপর ডিপ্লোমা রয়েছে। বেলজিয়াম থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও ডিপ্লোমা করেন তিনি।