ডেঙ্গুতে রাজধানীতে আরেক শিশুর মৃত্যু

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2019, 02:48 PM
Updated : 20 August 2019, 02:48 PM

মোহাইমেন আহমেদ সামি নামে ওই শিশুটিকে গত ১৫ অগাস্ট গুলশানের বেসরকারি এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সামি ওই হাসপাতালের পিআইসিইউতে ছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।

এ নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হল।

এর আগে গত ৭ জুলাই ৪ বছরের এক মেয়ে শিশু মারা যায়। এছাড়া ১৭ জুলাই ৬০ বছরের, ১ অগাস্ট ৩৫ বছরের এবং ৭ অগাস্ট ২৫ বছর বয়সী তিনজন পুরুষ মারা যান। ৯ অগাস্ট মারা যায় ৮ বছরের এক ছেলে শিশু।

এ নিয়ে এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১৭৪ জনের মৃত্যু হল। তবে স্বাস্থ্য অধিদপ্তর ‘ডেথ রিভিউ’র পর ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছে।