বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সব পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2019, 02:34 PM
Updated : 20 August 2019, 02:34 PM

মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, সাক্ষাতের সময় উপাচার্য তার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম হালনাগাদ করারও তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ।

এসময় তিনি বলেন, নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাতে আরও জোর দিতে হবে।

সাক্ষাতের সময় উপাচার্য এমরান কবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতিকে যোগ দেওয়ার  আমন্ত্রণ জানান।

এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফজলে হাসান আবেদের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতের ওপর জোর দেন।

শিক্ষার্থীরা যাতে বিদেশে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে সেলক্ষ্যে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম গ্রহণের উদ্যোগে নেওয়ার ওপর জোর দেন।