চলন্তিকায় অগ্নিদুর্গত বস্তিবাসীদের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

ঢাকার মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে ঢাকা আহছানিয়া মিশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 06:21 PM
Updated : 19 August 2019, 06:21 PM

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ওয়ালি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে একটি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত এলাকায় দুটি মেডিকেল ক্যাম্প চালু করছেন।

তিনি জানান, রোববার শুরু হওয়া এই মেডিকেল  ক্যাম্পে প্রথম দিনই ৩৫০ রোগীকে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।

দুটি ক্যাম্পের একটি ছয় নম্বর সেকশনের ই ব্লকের মিল্ক ভিটা সড়কের পাশে ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন বটতলায় এবং অন্যটি আরামবাগ ২ নম্বর সড়কের শেষ প্রান্তে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রজ্জব হোসেন ছাড়াও ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ মেডিকেল ক্যাম্প দুটি তদারক করছেন।