এইডিস মশার লার্ভা পাওয়ায় পারটেক্সকে জরিমানা

পারটেক্স গ্রুপের গরুর খামারে নোংরা পরিবেশ ও  এইডিস মশার লার্ভা মেলায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 04:27 PM
Updated : 19 August 2019, 04:27 PM

ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে মহাখালী এলাকায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

মহাখালী ওয়্যারলেস গেইটে পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয়ের পেছনে তাদের বড় গরুর খামার রয়েছে।

ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেশ কিছু পরিত্যক্ত টায়ার, কন্টেইনার, বোতল, মোটর সাইকেলসহ বিভিন্ন পাত্রের ভেতরে এইডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়।

“ব্যাপক প্রচারণার পরেও এইডিস মশার লার্ভা ও এইডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশের অস্তিত্ব পাওয়ায়  স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন  অনুযায়ী পারটেক্স গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।”
এই বিষয়ে কথা বলতে পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজের মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।