সাবেক সওজ প্রকৌশলী দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলা

দুর্নীতির মাধ্যমে পৌনে চার কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক এক প্রধান প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 12:26 PM
Updated : 19 August 2019, 12:37 PM

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোশারফ হোসেইন মৃধা বাদি হয়ে দুদকের ঢাকার ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলায় সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখানের স্ত্রী ফিরোজা খানমকে প্রধান আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামি মফিজুল ইসলাম রাজখান চাকরিকালীন সময়ে তিন কোটি ৭০ লাখ ৬৪১ টাকা দুর্নীতির মাধ্যমে অর্জন করে তার স্ত্রীর নামে সম্পদ ক্রয় করেছেন, যা জ্ঞাতআয় বহির্ভূত অবৈধ সম্পদ। এছাড়াও ৮৭ লাখ ৯১ হাজার ৪৬৯ টাকার সম্পদ গোপনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।