অভিন্ন নদীর বাধাহীন প্রবাহের দাবি নদীকর্মীদের

অভিন্ন নদীতে বাধাহীন প্রবাহ বজায় রাখতে জাতিসংঘ নদী কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর করার দাবি উঠেছে এক আলোচনা সভায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 07:39 PM
Updated : 19 August 2019, 04:28 AM

শনিবার ঢাকার লালমাটিয়ায় নাগরিক উদ্যোগের মিলনায়তনে ‘রিভারাইন পিপল’ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

বৈঠকে নদী অধিকার মঞ্চের সদস্য শমসের আলী বলেন, “জাতিসংঘ নদী কনভেনশন এদেশের নদীর অধিকার নিশ্চিত করবে।”

১৯৯৭ সালে পাস হয় জাতিসংঘ পানিপ্রবাহ সনদ। বাংলাদেশ এর পক্ষে ভোট দিলেও জাতীয় সংসদে এই সনদের অনুসমর্থন করা হয়নি এখনও।

নদী দূষণকে নিয়ন্ত্রণ করতে প্লাস্টিক ব্যবস্থাপনার দিকে নজর দিতে পরামর্শ দেন জল- পরিবেশ ইনস্টটিউটের সভাপতি  ম. ইনামুল হক। 

তিনি বলেন,  “নদী অধিকার প্রতিষ্ঠা তখনই সম্ভব, যদি নদীর উন্নয়ন প্রকল্পগুলো ভৌগলিক রাষ্ট্র সীমানার স্বার্থের ঊর্ধ্বে  উঠে স্বাভাবিক নদীর প্রবাহকে বিঘ্নিত না করে।”

বৈঠকে বুড়িগঙ্গা নদীর গত ২৫ বছরের দখল-দূষণ ও পরিবেশগত অবস্থা তুলে ধরেন রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন সদস্য, হাওর অঞ্চলবাসী আন্দোলনের কো-অর্ডিরেটর জাকিয়া শিশির, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য  মিহির বিশ্বাস।

এছাড়াও জাকির হোসেন, সুমন শামস, মোহাম্মদ আলী, আনোয়ার, আমির হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

রিভারাইন পিপলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নদী অধিকার দিবস উপলক্ষে এই বৈঠক আয়োজিত হয়।

২০১৫ সাল থেকে প্রতি বছর ১৭ অগাস্ট  ‘নদী অধিকার দিবস' পালন করে আসছে রিভারাইন পিপল।