রাঙামাটিতে ‘সন্ত্রাসীদের গুলিতে’ সেনাসদস্য নিহত

রাঙামাটির রাজস্থলীতে দুর্বৃত্তদের গুলিতে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 04:00 PM
Updated : 23 August 2019, 09:00 AM

রোববার সকাল ১০টায় রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে ৪ কিলোমিটার দূরে পোয়াইতুখুম এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল হামলার মুখে পড়ে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

নিহতের নাম নাসিম (১৯)। তিনি সৈনিক পদে কর্মরত ছিলেন।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পোয়াইতুখুম নামক এলাকায় আনুমানিক ১০ ঘটিকায় সেনাবাহিনীর একটি নিয়ামিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

“ফলশ্রুতিতে, সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।”

আইএসপিআর জানিয়েছে, ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।