ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসছেন সোমবার

দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 03:07 PM
Updated : 18 August 2019, 03:07 PM

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।

সফর সূচি অনুযায়ী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।

বুধবার সকালে ঢাকা ছাড়ার আগে তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে বেশ কয়েকবার ঢাকা সফর করা জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এটাই হচ্ছে তার প্রথম বাংলাদেশ সফর।

গত ২৯ জুলাই মোমেন বলেছিলেন, জয়শঙ্কর আগেই ঢাকা আসতে চেয়েছিলেন, কিন্তু তার হজ করার পরিকল্পনার কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর পিছিয়ে যায়।

গত ৫ জুন তাজিকিস্তানে অনুষ্ঠিত এশিয়ায় যোগাযোগ বৃদ্ধি ও পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে সম্মেলনের ফাঁকে বৈঠক করেন মোমেন ও জয়শঙ্কর।

বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক ‘সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’ বলে অনেকেই মনে করেন। গত ১০ বছরে দুই দেশের মধ্যে শখানেক চুক্তি হয়েছে, এর মধ্যে গত তিন বছরেই সই হয়েছে ৬৮টি চুক্তি।

ছিটমহল আর সমুদ্রসীমা নিয়েও দুই দেশ সমাধানে পৌঁছাতে পেরেছে। তবে তিস্তার পানির বণ্টন এখনও ঝুলে রয়েছে।