এইডিস মশার লার্ভা পাওয়ায় গুলশানে লাখ টাকা জরিমানা

বাড়ির অপরিচ্ছন্ন ছাদে এইডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ঢাকার গুলশানে এক ভবন মালিককে এক লাখ জরিমানা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2019, 06:49 PM
Updated : 14 August 2019, 06:49 PM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে অভিযান চালিয়ে ভবন মালিককে জরিমানার পাশাপাশি বাড়ির তত্ত্বাবধায়ককে ৭ দিন কারাদণ্ডও দেয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে বলে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, গুলশান-২ এর ৪৪ নং রোডের প্লট নং এন ডাব্লিউ বি ২৮(১১৯) এর ছাদে প্রচুর এইডিস মশার লার্ভা এবং এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। বাড়িটির ছাদের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে এবং ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন, কমোড ইত্যাদি পাওয়া যায়।

এ সব স্থানে প্রচুর এইডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ির মালিককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা এবং বাড়ির কেয়ারটেকারকে ৭ দিনের কারাদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।