সদরঘাটে স্বস্তির যাত্রা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2019 11:46 AM BdST Updated: 11 Aug 2019 11:55 AM BdST
ঈদযাত্রার শেষ দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয় আর বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় উত্তরের পথের যাত্রীদের যখন ভোগান্তি পোহাতে হচ্ছে, নৌপথে দক্ষিণের যাত্রীরা তখন স্বস্তি নিয়েই ঢাকা থেকে বাড়ির পথে রওনা হচ্ছেন।
বিআইডব্লিউটিএ বলছে, পন্টুনে পর্যাপ্ত লঞ্চ থাকায় রোববার সকালে যাত্রীদের ঢাকা সদরঘাটে এসে অপেক্ষা করতে হয়নি। ফলে উপচে পড়া ভিড় হয়নি, অসহনীয় পরিস্থিতিও এড়ানো গেছে।
তাছাড়া রোজার ঈদে সদরঘাটে যেমন যাত্রীর বিপুল চাপ দেখা যায়, কোরবানির ঈদে তা কিছুটা কম হয় বলে জানালেন বিআইডব্লিউটিএ এর পরিবহন পরিদর্শকরা।

বিআইডব্লিউটিএ এর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা বলেন, “রোববার সকালে কিছুটা চাপ বাড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পন্টুন অনেকটা ফাঁকা হয়ে এসেছে।”
এম ভি তাসরিফ লঞ্চের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শেষবেলার যাত্রীরা এলে বিকালের লঞ্চগুলোতে আবার ভিড় বাড়বে।
রোববার ভোরে যাত্রীর চাপ বেশি হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত লঞ্চ থাকায় এবং চাপ সেভাবে না বাড়ায় ঝামেলা ছাড়াই সব হচ্ছে বলে জানালেন বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।

তিনি বলেন, ৪৬টি ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।৭ থেকে ১৭ অগাস্ট এই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
মহানগর পুলিশ ছাড়াও, নৌপুলিশ, র্যাব, কোস্টগার্ড, ফায়ারসার্ভিস ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক সদরঘাটে দায়িত্বরত আছেন।
সদরঘাট থেকে প্রতিদিন ৪৩টি রুটের দুই শতাধিক লঞ্চ ছেড়ে যায়।
-
ভারত-বাংলাদেশ ট্রেন চালু হচ্ছে ২৬ মাস পর
-
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু শুক্রবার
-
প্রশ্নপত্র ফাঁস: মাউশির অফিস সহকারী নিয়োগ পরীক্ষা বাতিল
-
বৃষ্টির আভাস, তাপদাহও কমে আসছে
-
ক্রেডিট কার্ড থেকে গ্রাহকের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
-
‘ইতিহাস ছিল ঠোঁটস্থ, বিশ্লেষণই ছিল স্বকীয়তা’
-
ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
-
কমলাপুর স্টেশন ম্যানেজারের চুরি যাওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…