ঈদের জামাত কখন কোথায়

বরাবরের মত এবারও বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2019, 05:11 AM
Updated : 11 August 2019, 08:03 AM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ বুধবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ জাতীয় ঈদগাহে ৯০ হাজার থেকে ১ লাখ মানুষের নামাজের ব্যবস্থা করেছে। নারীদের জন্যও রাখা হয়েছে নামাজ পড়ার ব্যবস্থা।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি জামাত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৭টায়। পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পরের জামাতগুলো হবে।

নামাজ পড়তে যাওয়ার সময় জায়নামাজ বা ছাতা ছাড়া অন্য কিছু বহন না করতে নগরবাসীকে পরামর্শ দিয়েছে ঢাকার মহানগর পুলিশ।

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।  সকাল সাড়ে ৮টায় এ জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান খান।

ঢাকা

কোরবানির ঈদে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে জামাতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে। সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে ৮টায়, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং উত্তর নীলক্ষেত ও গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকার বায়তুস সালাম জামে মসজিদে সকাল ৮টায় হবে ঈদের জামাত।

রাজধানীর আরামবাগের দেওয়ানবাগে এবার ঈদে সকাল ৮টা, সাড়ে ৯টা এবং ১০টায় তিনটি জামাত হবে। সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, মিরপুরে ফুরফুর দরবার মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায় জামাতের আয়োজন হয়েছে।

বকশীবাজার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায় এবং হারুন মোল্লাহ ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে যথাক্রমে সকাল ৭টায়, ৮টায় ও পৌনে ৯টায় হবে তিনটি জামাত।

কাজলারপাড় ভাঙ্গাপ্রেস এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল ৯টায়,খিলগাওয়ের পল্লীমা সংসদ ময়দানে সকাল সাড়ে ৭টায়, লক্ষ্মীবাজারের মিয়া সাহেব ময়দা শাহ বাড়ী জামে মসজিদে সকাল ৭টায় ও নূরাণী জামে মসজিদে ৮টায় ঈদ জামাতের আয়োজন হয়েছে।  

মগবাজার বিটিসিএল মসজিদে সকাল সাড়ে ৭টায়, মিরপুর দারুস সালামের মাদবর বাড়ি মসজিদে সকাল ৭টায়, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত হবে।

এছাড়া আগারগাঁওয়ের দারুল ঈমান মসজিদে সকাল সাড়ে ৭টায়, কৃষি বাজার তাহেরীয়া মসজিদে সকাল সাড়ে ৭টায়, মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় সকাল সাড়ে ৭টায় ঈদ জামাতের ব্যবস্থা হয়েছে।  

চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরীতে ১৬৫টি স্থানে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।

বন্দর নগরীতে প্রধান ঈদ জামাতটি হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। সকাল পৌনে ৮টায় এ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক।

একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়; ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রধান মোফাচ্ছির কাজী মাওলানা মোহাম্মদ ছালেকুর রহমান আল কাদেরী।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃষ্টি হলে যাতে সমস্যা না হয় সেজন্য পুরো অংশটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

রাজশাহী

রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে প্রধান জামাত হবে শাহ মখদুম দরগা মসজিদে।

রাজশাহী সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান জামাত ৮টায় হলেও নগরীর আমচত্তর আহলে হাদীস মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে প্রথম দুটি ঈদ জামাত হবে সকাল ৭টায়।

এছাড়া সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজশাহী নগরীর বিভিন্ন স্থান ও মসজিদে ঈদের জামাত হবে।

খুলনা

খুলনা নগরীতে কোরবানির ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে।

আবহাওয়া খারাপ থাকলে টাউন জামে মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হবে। সেখানে আরেকটি জামাত হবে সকাল ৯টায়।

এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা কালেক্টরেট জামে মসজিদে হবে একটি জামাত।

সিলেট

সিলেটে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় শাহী ঈদগাহ ময়দানে । বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন এ জামাতে ইমামতি করবেন।

এছাড়া শাহজালালের (রহ.) দরগাহ জামে মসজিদ ও সিলেট কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে। সকাল পৌনে ৮টায় সরকারি আলিয়া মাদ্রাসে মাঠেও হবে আরেকটি জামাত ।

সব মিলিয়ে সিলেট নগরীর অন্তত ৫০টি স্থানে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রংপুর

নগীরর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় হবে ঈদের প্রধান জামাত।

আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮ টায় রংপুর কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে।

রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নগরীর ৩৩টি ওয়ার্ডে ঈদ জামাদের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

ময়মনসিংহ

ঈদের প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় হবে বলে জানানো হয়েছে ময়মনসিংহের জেলা প্রশাসকের পক্ষ থেকে।

ঈদের দ্বিতীয় জামাতটি একই স্থানে পৌনে ৯টায় হবে। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর‌্যন্ত শহরের বিভিন্ন স্থান ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।