তিস্তার পানি বণ্টনে নতুন মোড়

ভারত ও বাংলাদেশ তিস্তাসহ আটটি নদীর পানির প্রবাহ নিয়ে নতুন করে তথ্য সংগ্রহের ঘোষণা দেওয়ায় ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তির ক্ষেত্রে নতুন মোড় নিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 06:31 PM
Updated : 8 August 2019, 06:31 PM

বৃহস্পতিবার ঢাকায় দুই দেশের পানি সম্পদ সচিব পর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। আট বছর পর দুই দেশের সচিবদের এ ধরনের বৈঠক হল।

পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ভারতের পানি সম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রসাদ সিং তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ বিষয়ক জয়েন্ট স্টাডি গ্রুপ বাতিল এবং দুই পক্ষের দুজন করে চারজনের একটি দল গঠন করা হয় ৩০ সেপ্টেম্বর নাগাদ একটি আরও বড় কমিটি তৈরি এবং টার্মস অফ রেফারেন্স ঠিক করতে।

২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়।

এরপর থেকে এ বিষয়ে রাজ্য সরকারের সম্মতির অপেক্ষায় থাকার কথা বলে আসছিল ভারত সরকার।

এখন দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি চূড়ান্ত করার আগে তিস্তাসহ আট নদীর তথ্য সংগ্রহের ঘোষণা দেওয়া হল।

অন্য নদীগুলো হল- মনু, মুহুরি, খোয়াই, ফেনী, গোমতী, ধরলা ও দুধকুমার।