বাসায় আগুন, স্ত্রী-সন্তানসহ জাদুশিল্পী লিটন দগ্ধ

রাজধানীর কাঁঠালবাগানের এক বাসায় আগুন লেগে এক জাদুশিল্পী, তার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2019, 05:20 AM
Updated : 5 August 2019, 05:20 AM

সোমবার ভোরের দিকে কাঁঠালবাগানের বক্স-কালভার্ট রোডের চারতলা একটি ভবনের দোতলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রাহান আশরাফ জানান।

দগ্ধ চারজন হলেন- জাদুশিল্পী মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০) এবং তাদের দুই সন্তান লাইবা (৭) ও লিবান (৮ মাস)।

লিটনের বন্ধু মনিরুল ইসলাম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারতলা ওই ভবনটি লিটনের পারিবারিক সম্পত্তি। ভবনের দোতলা ও তিনতলায মিলিয়ে লিটনরা থাকতেন।

ভোরের দিকে বাসায় আগুন লাগার পর প্রতিবেশীরা চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।   

ফায়ার সার্ভিস কর্মকর্তা আশরাফ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল পৌনে ৬টার দিকে তারা ওই বাসায় যান।

“দোতলায় ৬০০ স্কয়ার ফিটের দুটি কক্ষ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি কক্ষে এসি ছিল, সেটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এসিতে আগুন ধরে যায়; সেই আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন।”

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, দগ্ধদের মধ্যে লিটনের শরীরের ৪৬ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ এবং লিবানের ৭ শতাংশ পুড়ে গেছে।