ঢাবিতে স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের কুশপুতুল দাহ

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাদের কুশপুতুল পোড়ানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 12:37 PM
Updated : 28 July 2019, 12:37 PM

মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা রোববার সকাল ১১টার পর টিএসসির রাজু ভার্স্কয চত্বরে এই কর্মসূচি পালন করে।

মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেয়র।

মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বলেন বলেন, "ঢাকা মেডিকেল হাসপাতালসহ দেশের সব মেডিকেল হাসপাতালের পরিবেশ খুবই নোংরা। টয়লেটগুলো অপরিষ্কার। স্বাস্থ্য খাতে এত বরাদ্দ থাকার পরও কেন এরকম পরিবেশ?

“আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটগুলো পরিষ্কার না করলে মুক্তিযুদ্ধ মঞ্চ এসব টয়লেট পরিষ্কার করে তাকে দেখিয়ে দেবে কীভাবে পরিষ্কার করতে হয়।"

মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন তাদের পদত্যাগ দাবি করে বলেন, "ঢাকার দুই মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা এবং তাদের লাগামহীন দায়সারা বক্তব্য নেত্রীর সফল অর্জনগুলোকে প্রশ্নবিদ্ধ করছে।"

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ন-আহবায়ক শরীফুল হাসান শুভ, শোয়েব হোসেন প্রমুখ।