উত্তরের বন্যার্তদের সহায়তায় ডব্লিউএফপি

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৭৫ হাজার মানুষের সহায়তায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সরকারের সঙ্গে কাজ করছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2019, 07:09 AM
Updated : 25 July 2019, 07:09 AM

নতুন কর্মসূচির আওতায় সম্প্রতি কুড়িগ্রাম জেলার প্রায় পাঁচ হাজার ঘরে মোবাইল ব্যাংকিংকের মাধ্যমে ৫৩ ডলার করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে ডব্লিউএফপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

‘পূর্বাভাসভিত্তিক অর্থায়ন প্রকল্পের’ আওতায়, আবহাওয়া পূর্বাভাসের উপর ভিত্তি করে নগদ অর্থ হস্তান্তরের মতো আগাম প্রস্তুতিমূলক সহায়তা দেওয়া হয়। এটা চলমান ত্রাণ কার্যক্রমের মিলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে সাহায্য করবে।

ডব্লিউএফপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড র‌্যাগান বলেন, বন্যায় ঘর-বাড়ি ও কৃষি জমি হারানো আড়াই লাখের বেশি মানুষের মৌলিক চাহিদা জরুরি ভিত্তিতে মেটাতে ডব্লিউএফপি নগদ অর্থ ও খাদ্য যৌথভাবে ব্যবহার করছে।