দুর্ঘটনার ২ বছর পর গাড়িচালক গ্রেপ্তার

দুই বছর আগে সড়কে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় দায়ী প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 07:03 PM
Updated : 23 July 2019, 07:03 PM

নুরুল আমিন (৫৯) নামে ওই গাড়িচালককে সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পিবিআই।

পিবিআইর বিশেষ সুপার আবুল কালাম আজাদ বিডিনিউজ টেোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৭ সালের ১৩ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় রাস্তা পার হতে গিয়ে হরিদাস গোপ (৮৫) নামে এক ব্যক্তি প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন। চালক নুরুল আমিন গাড়ি রেখে পালিয়ে যান। 

এই ঘটনায় পল্টন থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করে চালককে না পেয়ে গত বছর ৩১ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন আদালতে দেয়।

পিবিআই কর্মকর্তা আজাদ জানান, থানার চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ না করে পিবিআইকে পুনরায় তদন্ত করার নির্দেশ দেন।

“এই নির্দেশ পাওয়ার পর দীর্ঘ চেষ্টা চালিয়ে সোমবার রাতে নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়।”

নিহত হরিদাস গোপ নিজের বাড়িতে ঘি তৈরি করে ঢাকা শহরের পল্টনসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।