ঢাকার মগবাজারে দুই সাংবাদিক অগ্নিদগ্ধ

ঢাকার মগবাজারে একটি দোকানে অগ্নিদগ্ধ হয়েছেন দুই সাংবাদিক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 04:27 PM
Updated : 23 July 2019, 05:37 PM

তারা হলেন এসএ টেলিভিশনের সহকারী বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার হাশেম সুজন (৪৪) এবং অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ফজলুল হক শাওন (৫৪)।

মঙ্গলবার সন্ধ্যায় মগবাজার চৌরাস্তায় একটি বন্ধ দোকানে তারা দগ্ধ হন। বদ্ধ ওই ঘরে গ্যাস থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন বলে ধারণা করা হচ্ছে।

সুজন ও শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের মুখমণ্ডলসহ দুই হাত দগ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ দেহের ২৪ শতাংশ এবং সুজনের দেহের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি বদ্ধ দোকানের গ্যাস লিক হয়ে যায়। তা থেকে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

সুজনের স্ত্রী সানজিদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ফোনে শুনে হাসপাতালে এসে সুজনকে দগ্ধ অবস্থায় দেখতে পান।

আহত শাওন হাসপাতালে সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় তারা দুজন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে গিয়েছিলেন। দোকানের শাটার খুলে বৈদ্যুতিক সুইচ অন করার পরপরই বিস্ফোরণ ঘটে।

পরে পাশের ঘরোয়া হোটেলের এক কর্মচারী দুই সাংবাদিককে হাসপাতালে নিয়ে যান।