মেয়র আতিককে ডেঙ্গু নিয়ে সরব হতে বললেন কাদের

একটি অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে পেয়ে তাকে ডেঙ্গু নিয়ে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 07:55 PM
Updated : 22 July 2019, 07:56 PM

সোমবার রাতে রাজধানীর গুলশান অনলাইন টিভির (হারেনট টিভি) উদ্বোধনী অনুষ্ঠানে দুজন একসঙ্গে ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, “এখানে উত্তরের মেয়র কথা বলেছেন, কিন্তু ডেঙ্গু মশা নিয়ে কিছু বলেননি। আজকে ডেঙ্গু মশা নিয়ে আপনার ‘লট অফ রেন্সপসিবিলিটি’।

“এই বিষয় নিয়ে আপনি কিছু বললেন না কেন? বলা উচিৎ ছিল। আপনার মুখ থেকে সবাই শুনতে চেয়েছিল, ডেঙ্গু আমাদেরকে কোন আতঙ্কের অতলান্তে নিয়ে যাচ্ছে।”

ডেঙ্গু সমস্যার সমাধানে জনসচেতনতা তৈরির উপর জোর দেন কাদের।

শুধু নারীদের জন্য যাত্রা শুরু করা হারেনট টিভি নিয়ে তিনি বলেন, “আমাদের দেশে কোনোকিছু শুরু হয় অনেক ঢাকঢোল দিয়ে, শেষ হয়ে প্যানপ্যানানি দিয়ে। কিন্তু আমি মনে করি হারনেট টিভি উইল মেক এ ডিফারেন্স।

“এটা যেন অপপ্রচারের কারখানা, ফ্যাক্টরি না হয়, ভালগারিজমের আড্ডাখানা না হয়।”

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, মানবাধিকার কর্মী খুশি কবির, সংসদ সদস্য মাহী বি চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।