সাভারে প্রাইভেটকার নদীতে

ঢাকার সাভারে একটি প্রাইভেটকার নদীতে পড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকও সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2019, 04:34 PM
Updated : 22 July 2019, 04:10 AM

রোববার রাত সোয়া ৮টার দিকে আমিনবাজার পেরিয়ে সালেহপুর সেতুর কাছে গাড়িটি তুরাগের শাখা নদীতে পড়ে যায় বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করলে বলা হয়, তাদের ডুবুরি দল কাজ শুরু করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জয় নামে একজন সাংবাদিকদের বলেন, ঢাকাগামী হলুদ রঙয়ের প্রাইভেটকারটি একটি বাসকে সাইড দিতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে তিনি ৯৯৯-এ ফোন করেন; তখন পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন।

জয় বলেন, “প্রাইভেটকারে যাত্রী ছিল কি না, তা অন্ধকারের মধ্যে ঠিকমতো দেখতে পাইনি।”

ঘটনাস্থল থেকে আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইভেটকারটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল কি না, তা কেউ বলতে পারছে না।

অগ্নি নির্বাপক বাহিনীর ডুবুরিরা তল্লাশি শুরু করেছে বলে জানান তিনি।