রাজধানীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

রাজধানীর শ্যামপুরের গেন্ডারিয়া থেকে ৬টি আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2019, 10:48 AM
Updated : 19 July 2019, 01:12 PM

এরা হলেন- রাজু গাজী (৪৩), মিনহাজুল ইসলাম (২৮) ও শওকত হোসেন (৩৮)।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গেন্ডারিয়া কাঁচা বাজার এলাকায় অভিযানের তাদের গ্রেপ্তার করা হয়।

“এসময় তাদের কাছে চারটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, সাতটি ম্যাগাজিন ও ১২৮ রাউন্ড গুলি পাওয়া যায়।”

পরে বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ওয়ারী বিভাগের পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান সাংবাদিকদের বলেন, একদল অস্ত্র ব্যবসায়ী কাঁচাবাজার এলাকায় জড়ো হয়ে অস্ত্র বেচাকেনা‌ করবে খবর পেয়ে আশেপাশের এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়।

“পুলিশ দূর থেকে লক্ষ্য করে, এক ব্যক্তি রাজু গাজীকে একটি আগ্নেয়াস্ত্র ব্যাগ থেকে বের করে দেয়। রাজু সেটি তার কোমরে লুকিয়ে নেয়। ওই সময় পুলিশ ধরতে গেলে সেখানে অবস্থান করা ৫/৬ জন পালাতে শুরু করে। পুলিশ তাদের মধ্যে তিনজনকে ধরে ফেলে।”

পুলিশ কর্মকর্তা ইব্রাহীম বলেন, “শওকতের কাছে একটি ব্যাগ পাওয়া যায় এবং ওই ব্যাগে বাকি পাঁচটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।”

প্রত্যেকটি আগ্নেয়াস্ত্রে গুলি ভরা ছিল জানিয়ে তিনি বলেন, “অস্ত্র-গুলি কোথা থেকে এসেছে কার কাছে যাবে এবং কেন আনা হয়েছে- এ বিষয়ে তদন্ত করে পরে আপনাদের জানানো হবে।”