প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 05:51 PM
Updated : 18 July 2019, 05:52 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে যান চীনের রাষ্ট্রদূত।

সাক্ষাতে রোহিঙ্গা সমস্যা, শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সাংবাদিকদের জানান প্রেস সচিব ইহসানুল করিম।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে চুক্তি হয়েছে, বেইজিং তা দ্রুত বাস্তবায়ন দেখতে চায় বলে জানিয়েছেন ঝ্যাং জুয়ো।

চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথাও বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হবে।

ঢাকায় অবস্থানকালে সফলভাবে তার দায়িত্ব পালন করায় চীনের বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান শেখ হাসিনা।

এসময় চীনের বিদায়ী রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।