রুশেমার আসনে উপনির্বাচন ১৮ অগাস্ট

আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাংসদ রুশেমা বেগমের  শূন্য হওয়া আসনে উপনির্বাচন হবে ১৮ অগাস্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 05:48 PM
Updated : 18 July 2019, 05:48 PM

বৃহস্পতিবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসি সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়,  সংরক্ষিত আসনে এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন ২৫ জুলাই, বাছাই ২৮ জুলাই, প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট। এরপর ভোটগ্রহণ ১৮ অগাস্ট।

ইসির যুগ্মসচিব ও এনআইডি উইংয়ের পরিচালক মো. আবদুল বাতেনকে এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এ আসনটিতে আওয়ামী লীগ একজন প্রার্থী দেবে। সংরক্ষিত মহিলা আসনের ভোটে একজন মাত্র প্রার্থী হওয়ায় সাধারণত প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

দলটির কাছে রিটার্নিং কর্মকর্তা এ সংক্রান্ত চিঠিও দেবে।

রুশেমা বেগমের মৃত্যুতে ১১ জুলাই সংরক্ষিত আসন শূন্য করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। আসন শূন্য হওয়ার ৪৫ দিনের মধ্যে উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।