মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক থাকছেন জামাল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদকে চাকরির বয়স পেরিয়ে গেলেও চুক্তিতে একই পদে তাকে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 12:48 PM
Updated : 18 July 2019, 12:48 PM

বিসিএস প্রশাসন ক্যাডারের গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা জামালকে সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে ওই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় এদিন জামাল উদ্দিনকে আগামী ২০ জুলাই থেকে অবসরোত্তর ছুটি (পিআরএল) দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

পরে আলাদা আদেশে তার পিআরএল বাতিল করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। আগামী ২১ জুলাই বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালে ২০১৭ সালের ২৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পান জামাল উদ্দিন।

তিনি সিলেটের বিভাগীয় কমিশনার এবং মেহেরপুর ও দিনাজপুরের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন।

এছাড়া ফেনীর দাগনভূঁইয়া, ঝালকাঠির নলছিটি এবং কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বও পালন করেন তিনি।