সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ে ডিসিদের সজাগ থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস-জঙ্গিবাদ যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য কঠোর নজরদারি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 12:25 PM
Updated : 18 July 2019, 12:25 PM

বুধবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের দ্বিতীয় সেশন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “কীভাবে কাজ করলে আরও স্বচ্ছতার সাথে কাজ করা যায় সে বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে।”

সম্মেলনে জেলা প্রশাসকদের ‘সবগুলো প্রস্তাবই যুক্তিসঙ্গত’ মন্তব্য করে আসাদুজ্জামান কামাল বলেন, “এবং ইতোমধ্যে আমরা বাস্তবায়ন করার জন্য ভূমিকা নিয়েছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জেলা প্রশাসকদের আহ্বান করেছি; মাননীয় প্রধানমন্ত্রীর ‘আমার গ্রাম আমার শহর' এটা আমাদের নির্বাচনী ওয়াদা এবং অন্যান্য যে কার্যক্রম জেলা প্রশাসকরা করছেন সেগুলো যেন অব্যাহত থাকে।

“বিশেষ করে মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে- সেই জায়গায় তারা কাজ করবেন।”

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “সন্ত্রাস-জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করে চলছি সেগুলোর প্রতিও জেলা প্রশাসকরা খেয়াল করবেন, যাতে করে কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, চরমপন্থি এদের আবার আবির্ভাব না হয়।”

তিনি বলেন,  “মাদক নিয়ে যে অভিযানটা চলছে, জেলা প্রশাসকদের জানিয়েছি সবাইকে নিয়ে অভিযান তো চলবেই, সঙ্গে সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির জন্য তারা কাজ করবেন; সেজন্য স্কুল-ছাত্র-শিক্ষক-জনতা সবাইকে নিয়ে কাজ করবেন; মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন।”

সাংবাদিকদের মন্ত্রী বলেন, “মোবাইল কোর্টের পরিধি যা হওয়ার তা হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ হয়েছে। মোবাইল কোর্টের আওতায় যতটুকু আনা হয়েছে-সেটা নিয়েও কাজ করা হচ্ছে।”