রাষ্ট্রপতির সঙ্গে ফ্রান্সের দূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি-আনিক বুদিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 04:52 PM
Updated : 17 July 2019, 04:52 PM

বুধবার বিকেলে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এই সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে।”

সফলভাবে কর্মকাল শেষ করার জন্য বিদায়ী দূতকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংরাদেশি রপ্তানি পণ্যের একটি গুরুত্বপূর্ণ বাজার ফ্রান্স।

আবদুল হামিদ এসময় বাংলাদেশের আর্থ-সামজিক উন্নয়নে সার্বিক সহযোগিতা করার জন্য ফরাসি সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আশা করেন, সামনের দিনগুলোতে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর প্রথমদিকার ইউরোপীয় দেশে হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করে রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন বাংরঅদেশকে বৌদ্ধিক সহযোগিতা দেওয়ার জন্য ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বিদায়ী ফরাসি দূত বলেন, তার দেশ সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী।

প্রেস সচিব জানান, বাংলাদেশের নবায়নযোগ্য এবং সৌর বিদ্যুৎ খাতে ফ্রান্স সহযোগিতা করছে উল্লেখ করে বিদায়ী দূত আশা করেন, সামনের দিনগুলোতে বিভিন্ন খাতে দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।