এইচএসসি: বিদেশের কেন্দ্রে ৯৪.০৭% পাস

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার দেশের বাইরের কেন্দ্রে ৯৪ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 08:28 AM
Updated : 17 July 2019, 08:28 AM

বিদেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৭০ জন শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে থেকে উত্তীর্ণ হয়েছেন ২৫৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

গত বছর বিদেশের কেন্দ্রগুলো থেকে ৯২ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেলি। সেই হিসেবে বিদেশ কেন্দ্রে এবার পাসের হার কমেছে।

বুধবার এইচএসসির ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী দীপু মনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন।