মানি এক্সচেঞ্জের আড়ালে ‘সোনা চোরাচালানে’ গ্রেপ্তার ২

দুই বছর আগের সোনা চোরাচালানের এক মামলার তদন্তে গিয়ে একটি মানি এক্সচেঞ্জের মালিক ও তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করেছে সিআইডি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 05:31 PM
Updated : 16 July 2019, 05:31 PM

এরা হলেন- সম্রাট মানি এক্সচেঞ্জের মালিক আব্দুর রাজ্জাক এবং তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন।

সোমবার তাদের মালিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৭ সালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কামরুল ইসলাম নামে এক যাত্রী বাংলাদেশ বিমানের ওমর ফারুক নামে এক কর্মকর্তার কাছে ১২টি সোনার বার হস্তান্তর করার সময় গ্রেপ্তার হয়।

এই ঘটনায় একটি মামলা হওয়ার পর সিআইডি তদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ প্রায় দুই বছর তদন্তকালে বেশ কয়েকবার তাদের রিমান্ডে নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজ্জাক ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

“রাজ্জাক মানি একচেঞ্জ ব্যবসার পাশপাশি হুন্ডি ব্যবসা করত। সেই সাথে বাইরে থেকে স্বর্ণের চালান এনে নির্ধারিত স্বর্ণ ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। চোরাইপথে আনা স্বর্ণের ব্যবসা করে নামে-বেনামে অঢেল সম্পদের মালিক এবং বিভিন্ন ব্যাংকে তার কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।”