সব আদালতের নিরাপত্তা বাড়ানো হবে: আইনমন্ত্রী

কুমিল্লার আদালতে ছুরি মেরে এক আসামিকে হত্যার প্রেক্ষাপটে দেশের সব আদালতের নিরাপত্তা বাড়ানো হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 10:53 AM
Updated : 16 July 2019, 10:53 AM

ডিসি সম্মেলন উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই তথ্য জানান।

সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসা এক আসামি আরেক আসামিকে ছুরি মারেন। নিহত ফারুক ও হামলাকারী হাসান সম্পর্কে মামাত-ফুফাত ভাই।

আইনমন্ত্রী আনিসুল বলেন, “দুই আসামি হচ্ছেন মামাত-ফুফাত ভাই। তাদের আগেই মনোমালিন্য, ঝগড়াঝাটি ছিল এবং একে অপরকে দোষারোপ করা হচ্ছিল, একজন আরেকজনকে বলেছিল ‘তোমাদের কারণে আমরা জড়িয়ে গেছি’।

“আমি আজ কুমিল্লার এসপির সঙ্গে কথা বলেছি। আদালতের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করব। সেটা শুধু কুমিল্লার আদালতের না, ৬৪ জেলার আদালতের নিরাপত্তা বাড়াব।”